ইরান প্রতিশোধ নেবেই, শাস্তি পাবেই ইসরাইলের ধৃষ্টতার

Posted by

বিশ্ব প্রতিদিন : গত ১ এপ্রিলে দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলার পর ইসরায়েলের কোনও দূতাবাসই এখন আর নিরাপদ নয়, বলেছেন খামেনির উপদেষ্টা। সিরিয়ার রাজধানী দামেস্কে গত সপ্তাহে ইসরায়েলের বিমান হামলায় সেখানে অবস্থিত ইরানি কনস্যুলেট ভবন ধ্বংস হওয়াসহ কয়েকজন মানুষও হতাহত হয় বলে জানিয়েছিল সিরিয়া কর্তৃপক্ষ।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্যমতে, হামলায় নিহত হয় ৮ জন। এরা হলেন, কুদস ফোর্সের ঊর্ধ্বতন একজন কমান্ডার, দুই ইরানি উপদেষ্টা এবং রেভল্যুশনারি গার্ডের পাঁচ সদস্য।ওই হামলার পর এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল ইরান। এরপরই রোববার খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি ইসরায়েলকে ওই হুঁশিয়ারি দিলেন বলে জানিয়েছে ইরানের আধা সরকারি তাসনিম বার্তা সংস্থা।কেবল ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন স্বার্থে হামলা চালাতে পারে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*