
এই তোমাকে আমার চাই।
আমার শূন্যতায় আমার ব্যস্ততায় আমার দুরন্ত চলার পথে
এই তোমাকে আমার চাই।
আমার জীর্ণ আবাসের আরতি করে
পূজার মন্দিরে
পড়ন্ত বেলার সংগী কর
সুর্যাস্তের অন্ধকারে
নীড়ে ফেরা পাখির ঝাকে
জীবনের বাঁকে বাঁক
তোমাকে আমার চাই।
সকালের সুভ্র সৌরভে
মিষ্টি পাখির কলরবে
দুপুরের উত্তপ্ত রোদে
বৃষ্টি ও বাদলে
তোমাকে আমার চাই।
মধ্য রাতের শয্যাতে
জোসনা ঝরা কুয়াশার প্রাতে
শরতের শিউলি তলায়
আষাঢ়ের কলার ভেলায়
শালুক তোলার ডাঙায়
কলমি তোলার ছলে
তোমাকে আমার চাই।
গভীর রাতের কবিতা গানে
লালনের মেলা, গাজীর পালা
পুতুল নাচের ইতিকথায়
তোমাকে আমার চাইই চাই।
2 Comments