কাকিনা ইউনিয়ন যুবলীগের কর্মীর হাত পায়ের রগ কেটে উল্লাস

Posted by

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট, রাজনীতি প্রতিদিন: জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন যুবলীগের নেতা আয়নাল (৪০) এর হাত পায়ের রগ কেটে দিয়েছে কাকিনা ইউনিয়ন যুবদলের নেতা সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ডর ইউপি সদস্য রমজান (৪৫) ও তার ভাই শাহ পরাণ (৩৫) সহ চিহ্নিত দূর্বুত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ১১ টায় কাকিনা চৌরাস্তার মোড়ে। জানা গেছে, যুবলীগ নেতা আয়নাল রাতে বাড়িপাশে কাকিনা চৌরাস্তার মোড়ে এলে তাকে দূর্বত্তরা ধারালা অস্ত্র দিয় কুপিয়ে যখম করে। রাতে হাত ও পায়ের রগ কেটে দেয়। গ্রামবাসী ও স্বজনরা তাক উদ্ধার করে প্রথম কালীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান হতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে জীবনমত্যুর সাথ লড়াই করছে। কাকিনায় সরকারর হতদরিদ্রের মাঝে বিনামূল্যের ঘর বরাদ্দের বচসা নিয়ে এই দূর্বত্তরা ইউপি মেম্বার ও তার ভাইয়ের নেতৃত্ব অস্ত্রসজ্জিত হয়ে হামলা করে। সাবেক এক মন্ত্রীর পুত্রর শ্বশুর বাড়ির লোকজন বিএনপি ও জামাতের রাজনীতির সাথ জড়িত। সেই মন্ত্রীর পুত্রর স্ত্রীর স্বজনরা সরকারি বরাদ্দের ঘর অনৈতিক অর্থের বিনিময়ে বরাদ্দ দিয়েছে। এই অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করছিল যুবলীগের মাঠ পর্যায়ের নেতা আয়নাল। যার কারণে দূর্বত্তরা এই হামলার করে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। সাবেক এক মন্ত্রী ক্ষমতায় থাকা কালীন কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় বিএনপি জামাতের নেতাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করেছে। তাদের সাঙ্গপাঙ্গরা এখন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে যুবলীগ ও আওয়ামীলীগ নিধনে নেমেছে। কালীগঞ্জ থানার ওসি তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযাগ পেয়েছি। এদিকে নাম না প্রকাশ অনিচ্ছুক যুবলীগ নেতা জানান, সাবেক ঐ মন্ত্রী পুত্র বাবার রাজনতিক প্রভাব খাটিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। সেই সাবেক মন্ত্রী এপিএস কাকিনার এক প্রভাবশালী বিএনপির পরিবারর লজিং মাষ্টার ছিল। সেই পরিবারটির বিবাহিত মেয়েকে ভাগিয়ে বিয়ে করে ( লজিং মাস্টার ছাত্রীকে বিয়ে করে)। সাবেক এপিএসের ক্ষমতার দাপটে পরিবারটি ওপেন মাদকসহ নানা অপরাধ জড়িত হয়ে পড়ে। বিষয়াটি ওপেন সিক্রেট। এমন কী সেই সাবক এপিএসের স্ত্রীর ব্যবহ্নত প্রাইভেটকার থেকে মাদক উদ্ধার হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*