মতামত

সময়প্রতিদিন টোয়েন্টিফোর ডট কম, দেশের খ্যাতনামা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা যখন এই পোর্টালটি শুরু করি তখন একটি বিশেষ বিষয়কে মাথায় রেখেছিলাম। যারফলে আমরা খুব সহজে বাংলাদেশের বিভিন্ন জনপদের প্রান্তিক মানুষের কাছে পরিচিতি লাভ করতে সক্ষম হই।

আমরা দেশের অন্য সব বড় খবরের কাগজের মতো বড় পরিসরে নামতে পারিনি বা প্রচার করতে পারিনি সীমাবদ্ধতার কারণে। কিন্তু বেজায় সাহস ছিলো আমাদের প্রানে। প্রান্তিক জনগণের নিত্ত দিনের হৈহুলোর আর আবেদনময়ী খবর চাপা পড়ে যেতো রাজ রাজাদের কারবারের খবরে। সময়প্রতিদিন পরিবারের সদস্যরা প্রান্তিক মানুষের জন্য কাজ করেছেন। তাদের প্রতিদিনের খবর ছড়িয়ে দিয়েছেন এই ডিজিটাল মাধ্যমে। প্রবাসে নিজের ঘরের খবর পেয়ে চুপচাপ মুখবুজে থাকা লক্ষ প্রবাসী আমাদের আপন করে নিতে পেরেছেন। তাইতো আমরা গর্বভরে বলি আমাদের খবর তাজা, গ্রামীন স্বাদে রসময়। একেবারে নিরেট মফস্বলের খবর।

আমাদের সীমাবদ্ধতা আছে। আছে অনেক ঘাটতী। কিন্তু আছে অদম্য সাহস। খবরের পিছনের খবর সংগ্রহ করার প্রতিজ্ঞা। আমাদের জন্য দোয়া করবেন যেন এগিয়ে গিয়ে শীর্ষে থাকতে পারি আপনাদের মনিকোঠায়।

কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমাদের পাঠকদের।

বিনীত

রেজা নওফল হায়দার

সম্পাদক

সময়প্রতিদিন টোয়েন্টিফোর ডট কম