নুরুন্নাহার হীরা, খুলনা: করোনা ডেটিকেডেট হাসপাতালে ভর্তি রোগীকে ধর্ষণ চেস্টার অভিযুক্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য নিয়োগপ্রাপ্ত আউটসোর্সিং কর্মচারী নজরুলকে খুলনা মেট্রোপলিটন পুলিশ দীর্ঘ এক শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ভোরে নজরুলকে আটক করেছে। ঘটনায় জানা যায়, খুলনা করোনা ডেটিকেডেট হাসপাতালে গত ৬ জুন করোনা ভাইরাস সংক্রামিত হয়ে খুলনার খালিশপুরের প্রিয়া জামান শিরিন (২৫) কে ভর্তি করা হয়, শিরিন করোনার নমুনা দেয়ার পরে ৫ জুন তাকে মোবাইল ফোন করে জানানো হয় সে করোনা পজিটিভ হয়েছে, ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই খুমেকের আউটসোর্সিং কর্মচারী নজরুল বিভিন্ন উসিলায় শিরিনের আশেপাশে ঘোরাঘুরি করে, এক পর্যায় গত ১২ জুন নজরুল শিরিন কে রাতে অপারেশন থিয়েটারের কাছে আসতে বলে,শিরিন রাজি না হলে আউটসোর্সিং কর্মচারী নজরুল তাকে হুমকি দেয়,এর পরে শিরিন করোনা ডেটিকেডেট হাসপাতালে ভর্তি রোগীদের নজরুলের ব্যাপারে বিস্তারিত জানায়, ভর্তি রোগীরা শিরিনকে আশ্বস্ত করে বলে তোমার কোন ভয় নাই,আমরা তোমার পাশে আছি, এর পরে ১৩ জুন নজরুল ইভিনিং শিফটে এসে সন্ধার পরে শিরিনকে জানায় তোমার সাথে কথা আছে রাতে কথা বলব,এই বলে নজরুল চলে যায়,শিরিন ঘটনার বিস্তারিত ওয়ার্ডের অন্যান্য রোগীকে জানায়, রোগীরা শিরিন কে আবারো অভয় দেয়।

এক পর্যাযে শিরিন ঘুমিয়ে পড়েন, তবে ওয়ার্ডে অন্যান্য রোগীরা জেগেছিল, গভীর রাতে নজরুল শিরিনের খাটের কাছে এসে অক্সিজেন সিলিন্ডারের সাথে থাকা প্লাস্টিকের নল দিয়ে শিরিনের পায়ে সুড়সুড়ি দিচ্ছিল, শিরিনের ঘুম না ভাঙ্গায় নজরুল শিরিনের পায়ে বুড়ো আঙ্গুল ধরে সজোরে টান দিয়ে ঘুম ভাঙ্গায়, এবং বলে বাইরে আসো তখন শিরিন ওয়ার্ডের অন্য রোগীদের দিকে তাকালে তারা শিরিন কে ইশারায় যেতে বলে, ওয়ার্ডের বাইরে আসলে নজরুল শিরিন কে চিকিৎসকের এখানে বসেন তার পাশে একটি খাট আছে সেখানে নিয়ে যায়, বিভিন্ন কথা বলে নজরুল এক পর্যায় তার মুখের পিপিই খুলে শিরিন এর হাত ধরে জড়িয়ে ধরে শিরিনের মুখে চুমো দেয় শিরিন চিৎকার করলে ওয়ার্ডের অন্যান্য সকল রোগীরা নজরুল কে ধরার জন্য ওত পেতে ছিল মুহুর্তের মধ্যে নজরুলকে আটক করে কর্তব্যরত চিকিৎসকের ও স্বাস্থ্য কর্মীদের কাছে নিয়ে ঘটনাটি জানায়, কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা তাদেরকে আশ্বস্ত করে বলে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা জানাবে, তবে শ্রীলতাহানি শিকার ভিকটিম জানায় ওই রাতে সে ধর্ষিত হতে পারত, তার ওয়ার্ডে ভর্তি রোগীরা তাকে জানায় এই ধরনের লোকের শাস্তি না হলে করোনা ডেটিকেডেট হাসপাতালে ভর্তি অন্যান্য মহিলা রোগীরা ধর্ষণের শিকার হতে পারে।
5 Comments