মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত, আঙুল বিজেপির দিকে

Posted by

বিশ্ব সময়: আনন্দবাজার সূত্রে জানা যায় যে, নন্দীগ্রামের একটি পথসভায় নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ও কিংবদন্তি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার দুই তিন দিন আগে পশ্চিমবঙ্গের পুলিশের মহাপরিচালক কে সরিয়ে অন্য একজনকে নিযুক্ত দেয় বিজেপি সরকার। যার ফলে মমতা নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। বিজেপি যতই করুক না কেন সময় প্রতিদিন তার নিজস্ব সূত্রমত এরই মধ্যে অনেকের সাথে কথা বলে একটি বিষয় বুঝতে পেরেছে যে বিজেপি যেকোনো নগ্ন আচরণ করতে পারবে। পশ্চিমবঙ্গের গদিতে বিজেপি বসবার জন্য যেকোনো হিংস্রতা তারা দেখাতে পারে। তারই প্রথম নমুনা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যমূলক ধাক্কা দেওয়া। বর্তমান খবর জানা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ৪৮ ঘন্টা নিবিড় তত্ত্বাবধানে আছেন। আরো জানা যায় যে, এই মধ্যে এই অবিসংবাদি নেতা আর পায়ের অবস্থা ভালো নয় শ্বাসকষ্ট শুরু হয়েছে। রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। তৃণমূলের বিজয় নিশ্চিত করবার জন্য দৃপ্ত শপথে প্রত্যেকটি কর্মী এখন এক হই লড়াই করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*