লালপুরে তৈরি হচ্ছে ঐহিয্যবাহী নকশিকাঁথা

Posted by

প্রায় প্রাচীন কাল হতে গ্রাম বাংলার ঐহিয্য বিজারিত যে নকশি কাঁথা শিলাইয়ের মাধ্যমে বাংলার গৃহবধুরা তাদের সুখ দুঃখের প্রতিটি মুহুর্ত তাদের হাতের অপূর্ব সুনিপুন কারু কাজের মাধ্যমে কাপড়ের তৈরী একটি খন্ডের উপর বিভিন্ন রঙ্গের সুতা দিয়ে ৫-৬ হাত বহরের একটি নকশিকাঁথা দীর্ঘ ৩-৪ মাস সুনামুখি সুচের মাধ্যমে শিলাইয়ের পর তৈরী হয় একটি নকশি কাঁথা । যার প্রতিটি শেলাইয়ে মিশে থাকত গৃহবধূর জীবনের সুখ দুঃখের জীবন কাহিনী

মোঃ আশিকুর রহমান(টুটুল),স্টাফ রিপোর্টার
লালপুরে তৈরি হচ্ছে ঐহিয্যবাহী নকশিকাঁথা নাটোরের লালপুর উপজেলাধীন ওয়ালিয়া ইউনিয়নে তৈরী হচ্ছে বিলুপ্তপায়  ঐহিয্যবাহী নকশিকাঁথা । প্রায় প্রাচীন কাল হতে গ্রাম বাংলার ঐহিয্য বিজারিত যে নকশি কাঁথা শিলাইয়ের মাধ্যমে বাংলার গৃহবধুরা তাদের সুখ দুঃখের প্রতিটি মুহুর্ত তাদের হাতের অপূর্ব সুনিপুন কারু কাজের মাধ্যমে কাপড়ের তৈরী একটি খন্ডের উপর বিভিন্ন রঙ্গের সুতা দিয়ে ৫-৬ হাত বহরের একটি নকশিকাঁথা দীর্ঘ ৩-৪ মাস সুনামুখি সুচের মাধ্যমে শিলাইয়ের পর তৈরী হয় একটি নকশি কাঁথা । যার প্রতিটি শেলাইয়ে মিশে থাকত গৃহবধূর জীবনের সুখ দুঃখের জীবন কাহিনী । তবে এই নকশি কাঁথা বেশিরভাগীই শেলাই করত হিন্দু ধর্ম গোষ্টির পরিবারের বধূরা। বাংলার বিবাহ আচার অনুষ্ঠানে এই নকশি কাঁথার ব্যাপক চাহিদা থাকার ফলে, যুগের বিবর্তনের পাশাপাশি অনান্য পেশার ও ধর্মের মানুষের মধ্যে প্রসার লাভ করে। ফলে প্রতিটি ঘরে ঘরে হতে থাকে নকশিকাঁথার শেলাই । সময়ের পরিবর্তনের সাথে সাথে বিদেশী কম্বল আমাদের দেশে  আসতে শুরু করায় কমতে থাকে নকশি কাঁথার চাহিদা। একসময় প্রায় বিলুপ্ত হয়ে যায় এই ঐতিয্যবাহী নকশি কাঁথার শেলাই। তবে এই বিলুপ্তপ্রায় ঐতিয্যবাহী নকশিকাঁথার শেলাই এখনো করে চলেছে ওয়ালিয়ার হিন্দু সম্পদায়ের বেশ কিছু মানুষ, যাদের হাতের এই সুনিপুন কারুকাজের মাধ্যমে তৈরী হয় নকশি কাঁথা । গৃহবধু শ্রীমতি নিশা রানি সরকার, শ্রী মিনতী রানি সরকার, শ্রীমতি শান্তি রানী সরকার সুনামের সাথে বুনে চলছেন । যারা ছোট থেকেই নকশি কাঁথার শেলাই করে আসছে এবং বিয়ের পরেও বসে থাকেনি এই নারীরা। শ্রীমতি নিশা রানী সরকার সময়প্রতিদিনকে জানান, বর্তমানে শত ব্যাস্ততার মধ্য দিয়েও তিনি কাজের ফাঁকে প্রতিনিয়ত শেলাই করে চলেছেন নকশি কাঁথা। তিনি প্রায় ২৫ রকম নকশি কাঁথার শেলাই করতে পারেন। তিনি বলেন সরকারী কোন প্রকার পৃষ্টাপোষকতা না থাকাই দিন দিন চাহিদা হারাচ্ছে নকশি কাঁথার শেলাইয়ের । তবে সরকারী পৃষ্ঠাপোষকতা পেলে নকশিকাঁথা শিলাই বৃদ্ধিপাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*