আলুর দোষে দুষ্ট জাতীয় পার্টি, নেই লাজ লজ্জার ভয়

Posted by

রাজনীতি প্রতিদিন: এলাকায় প্রচলিত একটি বাক্য আছে ‘ আলুর দোষ ’। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এই একটি শব্দ দিয়ে জাতীয় পার্টির সমালোচনা করেছেন আতিউর রহমান। তিনি পেশায় কৃষক এবং স্থানীয় শালিস বৈঠক করেন। যে দল আওয়ামী লীগের কাছ থেকে সব থেকে সুযোগ সুবিধা নিয়ে তারাই আবার ভোল পাল্টে এখন অন্য সুরে কথা বলছে। তেমনি একজন রওশন এরশাদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত এক দশকের রাজনৈতিক পথচলায় পরম বন্ধুর মতো ছিলেন জাতীয় পার্টির নেতা রওশন এরশাদ। ‘পুরস্কার’ হিসেবে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার পদ পেয়েছিলেন তিনি। আওয়ামী লীগের এই ‘শুভাকাঙ্ক্ষী’ গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময়ও রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তিনিও আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শন করেন এবং বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচারের দাবি জানান। কিন্তু গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগে সরকারের পতন হওয়ার পর থেকে মুখে কুলুপ এঁটেছেন তিনি। জাতীয় পার্টির রওশনপন্থি নেতারা বলছেন, শারীরিকভাবে অসুস্থ রওশন এরশাদ গুলশানে নিজ বাসায় আছেন। আওয়ামী লীগের পতনের পর কিছুটা ভয়ে আছেন তিনি। আন্দোলন চলাকালে দেওয়া বক্তব্য নিয়ে কোনো মামলায় আসামি করা হয় কি না, সেটা নিয়েই মূলত ভয়। জীবনের শেষ সময়ে এসে কোনো মামলার মুখোমুখি হতে চান না তিনি। এ কারণে সরকার পতনের পর কোনো ধরনের বক্তব্য ও বিবৃতি দেওয়া থেকে তিনি বিরত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*