ছালেহ আহমদ চৌধুরী, হবিগঞ্জ, শিক্ষা প্রতিদিন: হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে এ সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী এনামুল হক সাকিব। এছাড়া ছিলেন মোহাম্মদ সামি ও পুষ্পিতা আক্তার। বক্তারা বলেন আমাদের হাজারো ছাত্রের হত্যাকারী খুনি হাসিনাকে দেশে এনে বিচারের ব্যাবস্থা করতে হবে। তারা বলেন আমাদের সরকারি বৃন্দাবন কলেজ সহ সব কয়েকটি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ
August 13, 2024