ছালেহ আহমদ চৌধুরী, দেশ প্রতিদিন: আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩৭সে.মি. ও আজমিরিগঞ্জের কালনী নদীর পানি ৭০সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে । হবিগঞ্জের বানিয়াচং এ বর্ষায় তলিয়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সোয়াম ফরেষ্টখ্যাত মিঠা পানির জলাবন ‘লক্ষীবাউর’ । এতে পর্যটক আসছে না ‘লক্ষীবাউর’ এ । পানি বৃদ্ধির কারণে পাহারপুর, হারনী, জিলুয়া, মাকালকান্দী, গন্দবপুর, সুন্দরপুর গ্রামের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার সরকারি- বেসরকারী স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ।এদিকে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও, বদলপুর, পাহাড়পুর ইউনিয়নে পানি বৃদ্ধি পেয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি ।
কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩৭ সে.মি. ও কালনী নদীর পানি বিপদসীমার ৭০সে.মি. উপরে, তলিয়ে গেছে জলাবন ‘লক্ষীবাউর’
July 4, 2024