গোপালগঞ্জে সংঘর্ষ মহাসড়ক অবরোধ

Posted by

দেশ প্রতিদিন: গোপালগঞ্জের সদর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, উপজেলার গোপীনাথপুর ইউ‌নিয়‌নের বাসাব‌ড়ি ও কু‌টিবা‌ড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে বুধবার রাত ১০ দিকে এ সংঘর্ষ হয়।প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় কয়েকটি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল। ওসি আনিচুর বলেন, “প্রথমে বাসাব‌ড়ি ও কু‌টিবা‌ড়ি গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাচলাকালে একে অপরের ওপর বৃষ্টির মত ইট-পাটকেল নিক্ষেপ করে। প্রায় দুই ঘন্টা ধরে চলা, দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।”আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এলাকায় বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*