দেশ প্রতিদিন: ২০২৩ সালে নেতিবাচক খবরগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল অর্থ পাচার, ঘুষ, দুর্নীতি, নারী নির্যাতন, নারী কেলেঙ্কারী, দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, গার্মেন্টস শ্রমিক হত্যা, ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতা ইত্যাদি ২০২৪ সালে যা আমাদের কোনভাবেই কাম্য নয়। দুর্নীতির অর্থ, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে হবে এবং সেই সঙ্গে দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত রতে হবে। ঘুষ, দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সব স্তরের দুর্নীতি, লুটপাটগুলো চিহ্নিত করে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সামাজিক সংস্কৃতিতে সর্বজনের সম-অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। অধিকার প্রতিষ্ঠিত করতে না পারলে অন্ধকার আরো ঘনীভূত হবে। উদ্ভাবনী শক্তিকে সামনে আনতে হবে। মুক্তচিন্তার চর্চার পরিবেশ বজায় রাখার জন্য রাষ্ট্রকেই উদ্যোগী হতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনিক এবং বিচারিক দুর্বলতাগুলো চিহ্নিত করে তার সমাধানের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন, উন্নত যোগাযোগ ও ট্রাফিকব্যবস্থা, নাগরিক সেবা ও জননিরাপত্তা, চিকিৎসাসেবা, শিক্ষা পরিস্থিতি, ভোটাধিকার বা নির্বাচনী ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, নগরায়ণ, ব্যাংক ব্যবস্থাপনাসহ আর্থিক খাত, দেশি-বিদেশি বিনিয়োগ, বাণিজ্য ও বাণিজ্য ঘাটতি, নিত্যপণ্যের বাজার, শেয়ারবাজার এমনিভাবে রাষ্ট্রের যে সেক্টরেই দৃষ্টি দেয়া যাক না কেন, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্বলতা কাটিয়ে ওঠার। এ ব্যাপারে আমরা আশাবাদী আগামী দিনগুলো সমৃদ্ধি বয়ে আনুক জাতীয় জীবনে।
ব্যর্থতার পাশাপাশি সফলতাও কম ছিল না। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, স্যাটেলাইট যোগযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দার উন্মোচন করেছে। খেলাধুলায় ছেলেদের চেয়ে মেয়েদের ফুটবল এবং ক্রিকেট সহ অন্যান্য খেলায় অনেক সফল ছিল জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। ব্যর্থতাকে পিছনে ফেলে সফলতাগুলো প্রেরণার উৎস হিসেবে নিতে হবে। নতুন বছরে দেশের প্রতিটি মানুষের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক নতুনভাবে। সরকারের কর্মোদ্দীপনায়, দেশ ও জাতির সুনাম আন্তর্জাতিক পরিমন্ডলে আরও বিস্তার লাভ করুক এ প্রত্যাশা আমাদের। আমরা চাই সরকার জনগণের প্রত্যাশা, আবেগ ও অনুভূতিকে যথাযথ মূল্যায়ন করে দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সর্বাধিক গুরুত্ব দিবে। দেশ ও জাতির মঙ্গলে সবার ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত দেশপ্রেম জাগ্রত হোক, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, ক্ষুধা- দারিদ্রমুক্ত হবে,নির্যাতন, ধর্ষণ,-অপহরণ- হত্যা-আত্মহত্যা মুক্ত হবে,সাম্প্রদায়িকতা মুক্ত হবে, সম্প্রীতির বন্ধন দৃঢ় হবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, ঘুষ-দুর্নীতি-টাকা পাচারমুক্ত হবে, পাচারকৃত টাকা ফেরত আনবে, দ্রব্যমূলের স্থিতিশীলতা বজায় থাকবে ,গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। রেমিট্যান্স যোদ্ধাদের অর্থ এবং জীবন আরো নিরাপদ হবে। নতুন বছরের শীর্ষে উঠুক প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ। খুলে যাক সম্ভাবনার নতুন দুয়ার- নতুন বছরে এ প্রত্যাশাই করছি।
লেখক পরিচিতি : সুধীর বরণ মাঝি। শিক্ষক : হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর