‘তীর-কাঁচখেলা’ নাট্য সম্মাননা পাচ্ছেন মঞ্চের ৮ একক অভিনেত্রী

Posted by

বিনোদন প্রতিদিন: প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কাঁচখেলা রেপার্টরি থিয়েটার আয়োজন করতে যাচ্ছে ‘তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননা ২০২৪’। একক অভিনয়ে প্রতিভার স্বাক্ষর রাখা ৮ মঞ্চাভিনেত্রী মোমেনা চৌধুরী, রোজী সিদ্দিকী, নাজনীন হাসান চুমকি, জুয়েনা শবনম, শামসি আরা সায়েকা, হাসিনা সাফিনা বানু উর্মি, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও তনিমা হামিদ পাচ্ছেন তীর-কাঁচখেলা নাট্য সম্মাননা ২০২৪। কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহী অভিনেতা সায়েম সামাদ জানান, ৮ মার্চ সন্ধ্যা ছয়টায় মহিলা সমিতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী সম্মাননা প্রদান করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম (এমপি), বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক আফরোজা পারভীন, খ্যাতিমান অভিনেত্রী ফাল্গুনী হামিদ এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী।৮-১০ মার্চ ২০২৪ পর্যন্ত তিন দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন একুশে পদক ও আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে থাকছে মঞ্চনাটকের প্রদর্শনী। ৮ মার্চ হবে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’, ৯ মার্চ প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’ এবং ১০ মার্চ অনুস্বরের ‘হার্মাসিস ক্লিওপেট্রা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*