রাজ্যবাড়িতে ঢুকে গৃহবধূর ‘শ্লীলতাহানি’

Posted by

বিশ্ব প্রতিদিন: ভোররাতে বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। বিজেপি নেতাকে আটক করে গণধোলাই। জলপাইগুড়ির নিচ পেটকাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য। চলছে জোর রাজনৈতিক তরজা। অভিযোগের তির বাবু চন্দ নামে বিজেপি নেতার বিরুদ্ধে। নির্যাতিতা জানান, “সোমবার ভোরে বাবু চন্দ আমার স্বামীকে ডাকেন। আমি তাকে জানাই যে বাড়িতে নেই। এরপর তাকে চলে যেতে বলি। তখন এক গ্লাস জল চান আমার কাছে। জল দিতে যাওয়ার সময় এলাকার কিছু যুবক জোর করে ঘরে ঢোকে। আমাকে না বলেই ছবি তুলতে থাকেন।” মহিলার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। বিজেপি নেতাকে ঘেরাও করে গণপিটুনি দেয় সকলেই। গণধোলাই শুরু হলে কোনওক্রমে সেখান থেকে পালিয়ে যান বিজেপি নেতা। বাবু চন্দের স্ত্রী তথা বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্যা প্রণতি চন্দ বলেন, “আমার স্বামী রাজনীতি করেন। তাই ওকে ফাঁসানো হয়েছে। ওই মহিলা আমার স্বামীকে ডেকে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও আমরা বিজেপি করি বলে আমাদের উপর চড়াও হয়ে মারধর করা হয়েছে। আমি থানায় অভিযোগ করব।” পালটা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিম্পা রায় বলেন, “অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আমি থানায় ফোন করে জানিয়েছি। অবশ্যই পুলিশের দ্বারস্থ হব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*