
ক্যাম্পাস প্রতিবেদক: আজ রবিবার সকাল ১০ টায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে উদ্বোধন হলো ২৪ ঘণ্টাব্যাপী জাতীয় হ্যাকাথন প্রতিযোগিতা-২০২৩। ৪র্থ শিল্প বিপ্লবের এই যুগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে বিশ্ব,বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। “যেখানে জানার ও শেখার নাই কোনো শেষ,লক্ষ্য ও স্বপ্ন একটাই,গড়তে হবে স্মার্ট বাংলাদেশ” এইলক্ষ্য,এই স্বপ্ন যারা পূরণ করতে সক্ষম,তারা হলো আমাদের তরুণ সমাজ,যাদের হাতে ন্যস্ত বাংলাদেশের ভবিষ্যৎ। একথা গুলোই আলোচনা করছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান, জনাব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন মিসেস হুসনে আরা হোসেন- সদস্য, বোর্ড অফ ট্রাস্টিজ ও প্রফেসর ডক্টর সেলিম হোসেন, অধ্যাপক, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। সভাপতিত্ব করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হোসেন রেজা।
খাজা ইউনুস আলী শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা দেশপ্রেমিক, মানব হিতৈষী,সমাজ সেবক ডাক্তার মীর মোহাম্মাদ আমজাদ হোসেন এই দুঃখী দেশটাকে নিয়ে বড্ড ভাবতেন। তিনি ভাবতেন, পিছিয়ে পড়া মফঃস্বল আর গ্রামের মানুষদের কিভাবে এগিয়ে নেয়া যায়। বাংলাদেশের সমস্যা নিয়ে তিনি শুধু ভাবতেনই না, বরং নিজের পরিসর থেকে সাধ্যমত চেষ্টাও করে গেছেন আজীবন- সেগুলির সমাধানের জন্য। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত,অবহেলিত গ্রামের মানুষদের দোর গোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে গড়ে তুলেছেন বিশ্বমানের হাসপাতাল, সুশিক্ষা জাতির মেরুদন্ড এটা উপলব্ধি করে শিক্ষার আলো থেকে বঞ্চিত মানুষদের মাঝে গড়ে তুলেছেন স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান। ডাক্তার মীর মোহাম্মাদ আমজাদ হোসেন ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর গড়া খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে জাতীয় উদ্ভাবনী হ্যাকাথন-২০২৩ প্রতিযোগিতা যেখানে বাংলাদেশের ২৪ টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ৩০টি টিমের ৯০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে। জাতীয় ও আঞ্চলিক সমস্যা সমাধানে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের আইডিয়া প্রেজেন্টেশন দিবে। এই হ্যাকাথনে বিজয়ীদের জন্য রয়েছে “এক লক্ষ টাকার প্রাইজ মানি”। হ্যাকাথনের বিচারকার্য পরিচালনার জন্য রয়েছেন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ ও ইন্ডাষ্ট্রি ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত ১০ সদস্য বিশিষ্ট বিচারক প্যানেল। সার্বিক তত্ববাবধানে রয়েছেন জাতীয় উদ্ভাবনী হ্যাকাথন-২০২৩ এর অরগানাইজিং চেয়ার ও খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ডক্টর শহিদুল ইসলাম খান (নাঈম)। সার্বিক সহযোগিতায় আছে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব। ইভেন্টটি স্পন্সর করছে খাজা ইউনুস আলী ফাউন্ডেশন, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, আমজাদ টি এবং এটিআই লিমিটেড। মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে একুশে টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন ও সময় প্রতিদিন।