হল প্রিন্ট পাইরেসি কবলে ‘জওয়ান’

Posted by

বিনোদন প্রতিদিন: বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’ মুক্তি পেল আজ। প্রায় আট মাসের অপেক্ষার পরে প্রেক্ষাগৃহে ফিরেছেন শাহরুখ খান। ‘পাঠান’-এর সাফল্যের পরে ‘জওয়ান’-এর অপেক্ষায় এত দিন ধরে রীতিমতো প্রহর গুনেছেন অনুরাগীরা। বড় পর্দায় ‘জওয়ান’ দেখবেন যে! সেই ছবিই এ বার ফাঁস হয়ে গেল অনলাইনে। মুক্তির প্রথম দিনেই জালিয়াতির শিকার হল শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। খবর, ‘জওয়ান’ মুক্তির মাত্র ছ’ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে ছবির ‘হলপ্রিন্ট’। সাধারণত প্রেক্ষগৃহে ঢুকে ক্যামেরার মাধ্যমে গোটা ছবি রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয় সমাজমাধ্যমে। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তার পর সেই ছবি হাতের নাগালে পেয়ে যান দর্শক। বাড়িতে বসেই ছবি দেখে নিতে পারলে আর টাকা খরচ করে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখবেন কেন! স্বাভাবিক ভাবেই, ব্যবসার ক্ষতি হয় ছবির নির্মাতাদের। ছবির এই জালিয়াতি রোখার জন্য একাধিক পদক্ষেপ করা হলেও এখনও পর্যন্ত পুরোপুরি বন্ধ করা যায়নি এই চুরি। আটঘাট বেঁধেও এ বার ‘পাইরেসি’-র কবলে পড়ল ‘জওয়ান’। মাস খানেক আগেই টুইটারের পাতায় ভাইরাল হয়েছিল ‘জওয়ান’-এর ফাঁস হয়ে যাওয়া ক্লিপিং। রেড চিলিজ় এন্টারটেনমেন্টের তরফে অভিযোগ জানানো হয়, ‘জওয়ান’-এর ছবির ক্লিপিং চুরি করা হয়েছে, তার পর অনলাইনে ফাঁস করা হয়েছে সেই ক্লিপিং। ছবির স্বত্ব চুরির অভিযোগে এবং তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করার অভিযোগে সান্তাক্রুজ় থানায় এফআইআরও দায়ের করা হয় রেড চিলিজ়ের তরফে। তার পরেই ছবির জালিয়াতি নিয়ে আরও সতর্ক হয়েছিলেন নির্মাতারা। তার পরেও শেষ রক্ষা হল না। সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*