অটোচালক হত্যা মামলায় ৪ জন আটক

Posted by

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: অটো চালক হত্যায় জড়িত সন্দেহে ৪ জন কে ঢাকার গাজীপুরের কোনাবাড়িতে র‍্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে জেলার আদিতমারীর মহিষখোচার খারুভাজ বালাপাড়া গ্রামের মোঃ মমিনুল ইসলামের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (১৬), একই গ্রামের মৃত মোন্তাজ আলীর পুত্র মোঃ শামসুল হক বাবু (৩২), আব্দুল মতিনের পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে মুন্না (১৭) ও মোঃ নাজিম উদ্দীনের পুত্র মোঃ মোমিনুল ইসলাম (৪২)। বৃহস্পতিবার বিকেলে আটক ৪ জন কে আদিতমারী থানায় সোপর্দ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ আগষ্ট বুধবার রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যায় জড়িত ৪ জন কে সনাক্ত করে র‍্যাব। পরে ঢাকার গাজীপুরের কোনাবাড়িতে আত্মগোপন করে থাকা অবস্থায় র‍্যাব অভিযান করে আটক করে।উল্লেখ, গত ২০ আগস্ট অটোচালক আঃ রাশিদ রাতে  নিখোঁজ হয়। তার ব্যবহৃত মোবাইলে ফোন বন্ধ পাওয়া য়ায়। পরদিন রাত সাড়ে ১০ টায় ভেটেশ্বর নদীতে আঃ রশিদ (৪৪) এর মৃত দেহ ভেসে ওঠে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।প্রাথমিক অনুসন্ধানে জানা যায় অটোরিকশা ছিনতাই করতে গিয়ে হত্যার ঘটনা ঘটে। ছিনতাই হওয়া অটোরিকশা মোস্তাফি বাজারে ভাঙ্গারী দোকানে  বিক্রি করতে না পেরে ফেলে পালিয়ে যায়। আসামীদের থানায় নিয়ে আসার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ঘাতকের ফাঁসির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে। তারা থানার সামনের পাটগ্রাম – লালমনিরহাট আন্তর্জাতিক মহা সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে। হত্যার কাজে ব্যবহ্নিত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*