
শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: আজ বুধবার সকালে জেলা শহরের আলোরুপা সিনেমা হলের সীমানা প্রাচীরের ভিতরে বৈঠক করার সময় ৬ জন জামাত – শিবিরের নেতা কর্মী কে সদর থানা পুলিশ আটক করেছে।গ্রেফতারকৃত জামায়াত নেতাকর্মীরা হলেন জেলা সদরের বড়বাড়ি ইউনিয়নের মোঃ এনামুল হকের ছেলে সোহেল পারভেজ (৩২), একই গ্রামের আবু সিদ্দিক ওরফে ঠান্ডার ছেলে মোঃ মিলন মিয়া (২০), জেলার আদিতমারী উপজেলার চান্দের বাজার গ্রামের অলি মাহমুদের ছেলে মোঃ আজিম উদ্দিন (৫৮) একই গ্রামের আব্দুল হামিদের ছেলে আবু তাহের(৪০), জেলার আদিতমারী উপজেলার উত্তরপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মোঃ মমিনুল ইসলাম(৩০) ও সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাসুরিয়া গ্রামের ছকিয়ত আলীর ছেলে মোঃ রাকিব হাসান (১৭)।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানায়, শহরে নাশকতা মূলক কর্মকান্ডে জড়িত থাকার পরিকল্পনা উদ্দেশ্যে জামায়াত – শিবিরের নেতা-কর্মী শহরের আলোরুপা সিনেমা হলের সীমানা প্রাচীরের ভিতরে অবস্থান করে গোপন বৈঠক করছিল। পুলিশ তাদের আটক করে। এসময় জামায়াতের ৮ নেতাকর্মী পালিয়ে যায়। পলাতকসহ ১৪ নেতা কর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আলোরূপা সিনেমা হলটির মালিক প্রয়াত বিএনপির নেতা ও সাপ্টিবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রমজান আলী মাষ্টার। তার জ্যোষ্ঠ ছেলে মোঃ রফিকুল আলম জেলার আদিতমারী উপজেলার আওয়ামী লীগের ( একাংশের) সাধারণ সম্পাদক। সিনেমা হলটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আবার মাঝে মাঝে কোন উৎসবে দুই/ চার দিন চালু থাকে।