
শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে বাবার মরদেহ বাড়ি উঠে রেখে এসে এইচএসসি বাংলা পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে শাহানাজ পারভীন নামের এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার ১৭ আগস্ট সারা দেশে এইচএসসি পরীক্ষা এক যোগে শুরু হয়েছে। সকাল ১০টায় ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষার্থী পারভিনের বাবা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় মারা যায়। বাবার জানাযা নামাজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ না নিলে একবছর পিছিয়ে যেতে হবে। তাই হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ টায় এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মেয়ে। সে একই উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। সে মেধাবী শিক্ষার্থী হিসেবে শিক্ষকদের কাছে সমাদৃত। বাস্তবতার কাছে নির্মমতা হেরে গেছে।মৃত শাহেদ আলীর দুই ছেলে ও এক মেয়ে । বাবার ইচ্ছে ছিল একমাত্র মেয়ে শাহানাজ পড়াশোনা করে চিকিৎসক হবে। বাবার ইচ্ছা পূরণে সে পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়। পিতৃবিয়োগ পরীক্ষায় বাঁধা হতে পারেনি। কাঁদতে কাঁদতে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে শাহানাজ বাড়ি ফিরলে বিকাল ৫ টায় বাবার দাফন কাজ শেষ হয়েছে।