জনগণকে প্রত্যক্ষ সেবা দিতে হাইওয়ে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

Posted by

নিজস্ব প্রতিবেদক: ‘হ্যালো এইচপি’ নামে এই অ্যাপ রোববার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, “এই অ্যাপের মাধ্যমে যখন-তখন কোথায় কী অবস্থায় আমরা আছি, কী সেবা দরকার, সেখানে চাইলেই একজন রেসপন্স করবেন।”গুগল প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে ব্যববহার করা যাচ্ছে।অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের কর্মপরিধি তুলে ধরে বলা হয়, বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মহাসড়ক। দেশের শতকরা ৭৩ ভাগ যাত্রী এবং ৮৩ ভাগ পণ্যই সড়ক-মহাসড়কের মাধ্যমে পরিবাহিত হয়।সেই মহাসড়কে নিরাপত্তা বিধানে নিয়োজিত হাইওয়ে পুলিশে লোকবলসহ সক্ষমতা বাড়াতে বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে হাইওয়ে পুলিশের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নতুন অ্যাপটি উদ্বোধন হয়।অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, সংসদ সদস্য শাজাহান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী,পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন খান বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*