হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ নগরবাসী, পুলিশ নীরব

Posted by

নিজস্ব প্রতিবেদক: নগরীর বিভিন্ন মোড়ে বিশেষ করে ট্রাফিক সিগন্যালের দাঁড়িয়ে থাকলেই দেখতে পাওয়া যায় বিভিন্ন বয়সের হিজরা নাগরিকদের বিরক্ত করছে। অশোভন আচরণ , গায়ে হাত তোলা, চিৎকার চিল্লাচিল্লি ও অশ্লীল কটুক্তি করে হিজরারা নগরবাসীদের বিরক্ত করছে। ফার্মগেট, উত্তরা, বিমানবন্দর, মিরপুর ১০, মিরপুর ১, গাবতলী, শাহাজাহানপুর সিগনাল, নিউ মার্কেট, নীলক্ষেত মোড়, বাংলামা মোটর, গুলিস্তান, সদরঘাট এইসব চিহ্নিত স্থানে এইসব হিজড়াদের আক্রমণের শিকার হচ্ছেন নগরবাসী। পুলিশের সামনেই রিকশায় আরোহীদের সাথে অশোভন আচরণ করছে। রিকশায় কোন মহিলা যাত্রী থাকলে তাকে নাজেহাল করছে। পাড়া মহল্লায় বিভিন্ন দোকানে চাঁদাবাজি করছে। এরই মধ্যে জাতীয় হেল্প লাইনে ফোন করে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। এই নিষ্ঠুর হিজরা সম্প্রদায়ের হাত থেকে যেন রক্ষা করার কেউ নেই নগরবাসীকে। হিজড়ারা এতটাই বেপরোয়া হয়েছে যে তারা কথায় কথায় হুমকি ধামকি দেয়। উত্তরায় এরই মধ্যে তৃতীয় লিঙ্গ সেজে কিছু পুরুষ চাঁদাবাজি করছিলো। পুলিশ তাদের আটক করেছে। নগরবাসীর প্রশ্ন পুলিশের সামনে হিজরারা নাগরিকদের উত্ত্যক্ত করে পুলিশ কেন অ্যাকশন নেয় না। তাহলে কি এই ভাগ বাটড়ার মধ্যে পুলিশের অবস্থান আছে প্রশ্ন নগরবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*