আমার প্রার্থনা

যদি এমন হয়
হঠাৎ করে সুনামিতে ভেসে যায় সব,
যদি এমন হয়
প্রকম্পিত ভূমিকম্পে ধুলিস্যাৎ হয়ে যায়
সব নগর জনপদ,
যদি এমন হয়
আকাশের নীল রং উবে যায়,
যদি এমন হয়
হিমালয় ভেঙ্গে চুরমার হয়ে যায়,
যদি এমন হয়
শ্মাশানের কুন্ডীতে আটকে যায় প্রাণ,
তবুও ডাকবো তোমায় নত শিরে-
সুরেলা আয়াতে।
লেখক: রেজা নওফল হায়দার/ সাংবাদিক ও সাহিত্যিক