নাটোরে ১ হাজার শ্রমিক খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করলেন জেলা প্রশাসক

Posted by

কালিদাস রায়, নাটোর: নাটোরের গুরুদাসপুরে ১ হাজার ধান কাটা শ্রমিকের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার খুবজিপুর ইউনিয়নের চলনবিল বিলশা এলাকায় গিয়ে ধান কাটা শ্রমিকের মাঝে এ সব বিতরণ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেলসহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটতে আসা শ্রমিকদের সার্বিব সহায়তা করা হচ্ছে। অন্যত্র ধান কাটতে যাওয়া শ্রমিকদের প্রত্যয়ন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, নাটোর জেলায় খাদ্য শস্যের চাহিদা রয়েছে ২ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন। অন্যদিকে খাদ্য শস্য উৎপাদন হয় ৫ লক্ষ মেট্রিক টন। জেলাব্যাপী ধান কাটা শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষক শ্রমিকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। রাস্তায় শ্রমিকরা যাতে কোন সমস্যায় না পড়েন সেজন্য জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সাথে কথা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*