প্রযুক্তি সময়: ন্যানোসফট ও নেক্সাস আইটি এর মধ্যে এক চুক্তি সম্পাদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এই চুক্তির মাধ্যমে ন্যানোসফট এর সকল প্রোডাক্ট বিশেষ কমিশনে বিপনন করার সুযোগ পাবে নেক্সাস আইটি । দেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ন্যানোসফট এর পক্ষে চুক্তিতে সাক্ষর করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মাদ কামরুল হাসান এবং নেক্সাস আইটি এর এম ডি জনাব মোঃ সোহেল রানা। চুক্তি অনুযায়ী ১লা মার্চ ২০১৭ থেকে ন্যানোসফট এর সকল প্রোডাক্ট বিশেষ কমিশনে বিপনন করার সুযোগ পাবে নেক্সাস আইটি । চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যানোসফট হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট গাজী আলিম আল রাজী, মোঃ শামিম উদ্দিন, মহাম্মাদ মাহবুব আলম, রাসেল বিশ্বাস প্রমুখ।
ন্যানোসফট ও নেক্সাস আইটি এর মধ্যে চুক্তি সাক্ষর
March 5, 2017